বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করলেন সাকিব

|

ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেতে ‘বাংলাদেশ ব্যাংক’ এর গভর্নর ফজলে রাব্বি চৌধুরির সাথে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময় সাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন পিপলস ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান আবুল কাশেম।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে গভর্নর কার্যালয়ে যান তিনি। এদিন নতুন একটি ব্যাংকের মালিকানায় আসা সংক্রান্ত বিষয় নিয়ে গভর্নর ফজলে কবিরের সঙ্গে আলোচনা করেন সাকিব।

কিছুদিন আগে জানা যায়, চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায় থাকা পিপলস ব্যাংকের শেয়ারহোল্ডার হতে যাচ্ছেন সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তার। এ বিষয়ে অনাপত্তির আবেদন বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় রয়েছে।

এর আগে, ২০১৯ সালে বেঙ্গল কমার্শিয়াল, সিটিজেনস ও পিপলস নামে নতুন তিনটি ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

মাঠে নিজের অবস্থানের পাশাপাশি ব্যবসার ক্ষেত্রেও নিজের অবস্থান শক্ত করছেন এই অলরাউন্ডার। ব্যবসায়ী হিসেবে সাকিব আল হাসানের হাতেখড়ি রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে। এরপর দ্রুত নিজের ব্যবসার বিস্তৃতি ঘটিয়েছেন তিনি। শেয়ারবাজার, স্বর্ণ আমদানি ও বিপণন, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ইভেন্ট ম্যানেজমেন্ট, ট্রাভেল এজেন্সি, হোটেল, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ রয়েছে তার। এছাড়া দেশের বাইরে যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে বড়
অংকের বিনিয়োগ করেছেন তিনি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply