দলে ফেরার পথ আরো দীর্ঘায়িত হলো ইংল্যান্ড পেসার জোফরা আর্চারের। কনুইয়ের অস্ত্রপচারের জন্য লম্বা সময়ের জন্য অবারও অপেক্ষা করতে হবে এই ক্রিকেট তারকাকে।
ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে ইংল্যান্ড দল থেকে বাইরে আছেন জোফরা। তার অনুপস্থিতিতে অ্যাশেজে বেশ ভোগন্তির মুখে পড়েছে থ্রি লায়ন্সরা। চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন এই গতি তারকা। চলতি বছরের শুরুর দিকে ভারত সফরে ইনজুরিতে পড়েন জোফরা আর্চার। পরে জুলাইতে মাঠে ফিরলেও পুরানো চোটের কারণে আবারও ছিটকে পড়েন তিনি।
এদিকে, চলতি মৌসুমে আর্চার কোনো সিরিজে অংশ নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে ইংলিশ এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: ইংলিশ কাউন্টিতে কোচ হিসেবে নিয়োগ পেলেন ডেসকাট
জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছেন জোফরা আর্চার। যেখানে ৩১ এভারেজে উইকেট নিয়েছেন ৪২টি। ম্যাচে তার সেরা বোলিং ৪৫ রান দিয়ে ৬ উইকেট। ওয়ানডেতে ১৭ ম্যাচে নিয়েছেন ২৭ উইকেট। আর টি-টোয়েন্টিতে ১২ ম্যাচ খেলে ১৪ উইকেট সংগ্রহ আর্চারের।
জেডআই/
Leave a reply