টেস্ট ক্রিকেটে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশ্যানে। আর টি-টোয়েন্টিতে শীর্ষস্থানে ফিরেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
বুধবার (২২ ডিসেম্বর) আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে এই তথ্য উঠে আসে।
নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৯১২ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে পেছনে ফেলে শীর্ষে ওঠার কীর্তি গড়েন অজি ব্যাটার লাবুশেন। এই তালিকায় দুইয়ে আছেন জো রুট, তিনে স্টিভেন স্মিথ, চারে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, পাঁচে আছেন ভারতের সাদা বলের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের লাল বলের অধিনায়ক ভিরাট কোহলির অবস্থান সাত নম্বরে।
আর মাত্র এক সপ্তাহর ব্যবধানে টি-টোয়েন্টিতে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন বাবর। তবে ৮০৫ রেটিং পয়েন্টে ইংলিশ ব্যাটার ডেভিড মালানের সাথে যৌথভাবে খুশি থাকতে হচ্ছে তাকে। তিনে আছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। চারে অবস্থান দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের আর পাঁচে ভারতের ওপেনার লোকেশ রাহুল।
আরও পড়ুন : রাহুল দ্রাবিড়দের বারবিকিউ পার্টিতে অনুপস্থিত কোহলি
এদিকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শীর্ষ পাঁচের বাকী ৪ বোলারও লেগস্পিনার। যথাক্রমে বাকী চারজন হচ্ছেন তাবরিজ শামসি, অ্যাডাম জাম্পা, আদিল রশিদ ও রশিদ খান।
জেডআই/
Leave a reply