ইসরায়েলি সেনাদের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১২

|

ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ১২ জন নিরীহ মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫ শতাধিক। আজ শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল ও আল জাজিরা।

টাইমস অব ইসরায়েল জানায়, সেনারা বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি ও রাবার বুলেট ছুঁড়ে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

গাজা উপত্যকায় আজ ‘প্রত্যাবর্তন দিবস’ পালন উপলক্ষে হাজারো ফিলিস্তিনি নারী-পুরুষ ্ও শিশু রাস্তায় নামেন। তারা ইসরায়েলের নির্মিত সীমানা প্রাচীর ঘেঁষে চলার সময় গুলি ছোঁড়া হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ১৭ হাজার ফিলিস্তিনি অংশ নেন।

ফিলিস্তিনিদের ভূমি দখলের প্রতিবাদে ১৯৭৬ সালের ৩০ মার্চ বিক্ষোভ করছিলেন সাধারণ ফিলিস্তিনিরা। সেই বিক্ষোভে হামলা চালিয়ে ৬ জনকে হত্যা করে ইসরায়েলি সৈন্যরা। দিনটিকে এর পর থেকে ‘ভূমি দিবস’ হিসেবে পালন করা হয়। ৪২ তম বর্ষপূর্তি উপলক্ষে আজও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে প্রাণ দিলেন ছয় যুবক-কিশোর।

null

আহতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে

null

আহতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে

null

বিক্ষোভে অংশ নেন হামাস প্রধান ইসমাইল হানিয়া

null

বিক্ষোভে হাজারো ফিলিস্তিনি

null

পোড়ানো হচ্ছে ট্রাম্পের ছবি

null

বিক্ষোভকারীদের ওপর গুলি ছুঁড়ছে ইসরায়েলি সেনারা (ছবি এএফপি)

null

বিক্ষোভে অংশ নেন নারীরাও

null

গুলি-রাবার বুলেটে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply