ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের তুলনায় ওমিক্রন সংক্রমিতদের হাসপাতালে ভর্তির ঝুঁকি ৪০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত কম। বুধবার (২২ ডিসেম্বর) যুক্তরাজ্যে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
লন্ডন’স ইমপেরিয়াল কলেজের একদল গবেষক এই পরীক্ষা চালান। গত ১ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে পিসিআর টেস্টে পজেটিভ শনাক্ত হওয়া ব্যক্তিদের ওপর চালানো হয় এ গবেষণা। দেখা যায়, নতুন এই ভ্যারিয়েন্টে সংক্রমিতদের হাসাপাতালের যাওয়ার প্রয়োজনীয়তাও ২০ থেকে ২৫ শতাংশ কম। ওমিক্রন অধিক সংক্রামক হলেও তুলনামূলক সুরক্ষিত অন্তত ২ ডোজ টিকা নেয়া ব্যক্তিরা।
Leave a reply