১০ ঘণ্টা পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ফে‌রি চলাচল শুরু

|

ছবি: সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি:

ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দি‌কে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দি‌কে পদ্মায় কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়া‌তে ফেরি চলাচল বন্ধ ক‌রে দেয় ঘাট কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পা‌রের অপেক্ষায় দৌলত‌দিয়া ও গোয়ালন্দ মো‌ড় প্রান্তের প্রায় ৮ থেকে ৯ কি‌লো‌মিটার এলাকায় সড়‌কে সিরিয়ালে আটকা পড়েছে যাত্রীবাহী পরিবহন, পণ্যবা‌হী ট্রাকসহ শতশত যানবাহন। ফ‌লে তীব্র শীতের পাশাপাশি খাবার ও টয়লেট সমস্যার ভোগা‌ন্তি‌তে পড়েছেন চালক ও যাত্রীরা। এ সময় সবচেয়ে বে‌শি ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে নারী, শিশু ও বৃদ্ধ‌দের। সড়‌কের পাশে নেই মানসম্মত কোনো টয়লেট ব্যবস্থা।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মো. খোর‌শেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব ক‌মে যাওয়ায় সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হ‌য়ে‌ছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপও কমে আস‌বে। বর্তমানে এ রু‌টে ১৬টি ফেরি চলাচল করছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply