রাজধানীর হাতিরঝিল থেকে ভবন সরাতে বিজিএমইএ’র এক বছর সময় বাড়ানোর আবেদন বিষয়ে শুনানি আগামী ৫ অক্টোবর ধার্য করেছেন আদালত।
এর আগে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান জানান, জমি পেতে দেরি হওয়ায় ভবন নির্মাণে দেরি হচ্ছে। তাই আরও এক বছর এই ভবনে থাকার জন্য আদালতের কাছে আবেদন করেছেন তারা।
গত মার্চ মাসে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কার্যালয় সরাতে বিজিএমইএ-কে ছয় মাস সময় বেঁধে দিয়েছিলেন আদালত। সেই হিসাবে ১১ সেপ্টেম্বর সেই সময় শেষ হওয়ার কথা। তবে গত ২৩ আগস্ট এক বছর সময় চেয়ে আদালতে আবেদন করে বিজিএমইএ। সে বিষয়েই শুনানি হবে আগামী ৫ অক্টোবর।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply