ট্রাম্প মনোনয়ন পেলে ২০২৪ এর নির্বাচনে লড়বেন জো বাইডেন

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পেলে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এবিসি নিউজের।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে দেয়া এক সাক্ষাৎকারে ‘আবারও নির্বাচনে লড়বেন কি না?’ এমন প্রশ্নের  জবাবে বাইডেন বলেন, আমি সবসময়ই ভাগ্যকে সম্মান করি। আমার জীবনে বহুবার ভাগ্যের হস্তক্ষেপ ঘটেছে। সুস্থ থাকলে হয়তো আবারও নির্বাচন করবো। আর যদি ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পান তাহলে তার মনোনয়ন লাভ আমাকে নির্বাচনে লড়তে উদ্বুদ্ধ করবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়োজেষ্ঠ্য প্রেসিডেন্ট বাইডেনের বয়স এখন ৭৯ বছর। আসন্ন ২০২৪ সালের নির্বাচনে তিনি লড়বেন কিনা তা নিয়ে নানা আলোচনায় মুখর আমেরিকা। তবে তার টিমের দাবি, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন লড়ার সম্ভাবনা আছে তার।

অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ এর নির্বাচনে লড়ার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেননি। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ ব্যক্ত করেন তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply