চলন্ত লঞ্চে আগুন: দগ্ধ কমপক্ষে ৬৩ জন হাসপাতালে

|

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬৩ জন দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়ার খবর পাওয়া গিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ফায়ার সার্ভিস।

এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় ঝালকাঠি জেলার সদর উপজেলার ৮ নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলের আশেপাশে এই দুর্ঘটনা ঘটে। লঞ্চটিতে সকল বয়সের প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

লঞ্চের যাত্রী সূত্রে জানা যায়, আগুন লাগার পর অনেক যাত্রী প্রাণ বাঁচাতে লঞ্চ থেকে লাফিয়ে পড়েছেন। এতে হতাহতের সংখ্যা বাড়বে বলে ধারণা করছেন লঞ্চে থাকা যাত্রীরা। তবে প্রাথমিকভাবে সঠিক কয়টি হতাহতের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

আরেকজন যাত্রী জানান, লঞ্চটি ঝালকাঠি টার্মিনালের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিনরুমে আগুন লেগে যায়। সেই আগুন মুহূর্তেই পুরো লঞ্চে ছড়িয়ে যায়। তিনি ও তার পরিবারের সদস্যরাও নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে উঠেছে বলে জানান।

আরও পড়ুন: নৌকায় ভোট দিলে বাড়ির বউদের সিঁদুর পরতে হবে: জামায়াত নেতার এ কী বক্তব্য!

ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ। লঞ্চটি বতর্মানে দেউরি গ্রামের বিষখালী নদীর তীরে আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply