ভারতে ওমিক্রন শনাক্তের সংখ্যা বেড়ে ৩৩৮

|

সংগৃহীত ছবি

ভারতে ওমিক্রন সংক্রমিত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮ জনে। সর্বোচ্চ সতর্ক ও সাবধানে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

মহামারি পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন মোদি। কন্ট্যাক্ট ট্রেসিং ও নমুনা পরীক্ষা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। সর্বোচ্চ গুরুত্ব দেন টিকা কর্মসূচির ওপর। ভারতে হঠাৎই বাড়ছে করোনা সংক্রমণ। মধ্যপ্রদেশে ২৪ ঘণ্টায় ৩০ জনের শরীরে শনাক্ত হয়েছে ওমিক্রন। আক্রান্তের হার ঊর্ধ্বমুখী মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লিতে। বিধিনিষেধের পথে হাটছে বিভিন্ন অঙ্গরাজ্য। মধ্যপ্রদেশে জারি হয়েছে রাত্রিকালীন কারফিউ। কড়াকড়ি আরোপ হয়েছে উত্তর প্রদেশেও।

ভারতে ৬০ শতাংশ মানুষ পেয়েছে টিকার ২ ডোজ। এক ডোজ পেয়েছে ৮৯ শতাংশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply