‘চীন-রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ১শ’ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে’

|

ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং

চীন-রাশিয়া সুসম্পর্ক দু’দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ১শ’ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যা মহামারি শুরুর আগের অবস্থাকেও ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন আরও বলেন, চীন রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাথে আমার পারস্পরিক আস্থার জায়গাটা অত্যন্ত গভীর। যা দু’দেশের সম্পর্কোন্নয়নে ভূমিকা রেখেছে। কেবল দু’দেশের জনগণের জন্যই কল্যাণকর নয়, আন্তর্জাতিক স্থিতিশীলতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ চীন-রাশিয়া সম্পর্ক।

গত ১৫ ডিসেম্বর বেশ খানিকটা সময় ভিডিও কনফারেন্সে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply