চীনের জিনজিয়াংয়ের পণ্য নিষিদ্ধ সংক্রান্ত বিলে বাইডেনের স্বাক্ষর

|

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

চীনের জিনজিয়াংয়ে উৎপাদিত পণ্য নিষিদ্ধ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) আইনে পরিণত হয় বিলটি।

এর আগে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে পাসের পর আইনে পরিণত হয় বিলটি। উইঘুরদের ওপর নির্যাতনের প্রতিবাদে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। ওয়াশিংটনের দাবি, জিনজিয়াংয়ে সংখ্যালঘু সম্প্রদায়টির মানুষদের বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করা হয়। নিষেধাজ্ঞা আইনের পর উইচ্যাটে এক বিবৃতিতে চীনা অংশীদারদের কাছে দুঃখপ্রকাশ করেছে টেক জায়ান্ট ইনটেল করপোরেশন।

গত সপ্তাহেও উইঘুরদের ওপর নজরদারির অভিযোগে বেইজিংয়ের বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply