ভারতে পুলিশ আবাসনে শিশু ধর্ষণ, আটক ১

|

ছবি: সংগৃহীত।

পুলিশ আবাসনেই উঠল শিশু নিগ্রহের অভিযোগ। ভারতের বরানগর নোয়াপাড়া পুলিশ কোয়ার্টারে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাজমিস্ত্রির বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে পুলিশ কোয়ার্টারের শিশুরা খেলতে বেরিয়েছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও ঘরে ফেরেনি এই দশ বছরের নাবালিকা। নাবালিকার মা এবং বাবা দু’জনেই কাজে গিয়েছিলেন। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও নাবালিকা বাড়ি না ফেরায় তার দাদি খুঁজতে বের হন। ফিরে এসে তিনি দেখেন, আবাসনের দোতলায় বসে নাতনি কাঁদছে।

রাজমিস্ত্রির হাত ধরে পালিয়ে যাওয়া গৃহবধূদের ঠাঁই হলো না শ্বশুরবাড়িতেও

কান্নার কারণ জিজ্ঞেস করায় সে জানায় আবাসনের ছাদে নিয়ে গিয়ে এক রাজমিস্ত্রি তাকে ‘যৌন হেনস্থা’ করেছে। নতুন আবাসন তৈরিতে নিযুক্ত ছিল ওই রাজমিস্ত্রি। নিগৃহীতা শিশুর আরও অভিযোগ তাকে এই ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকিও দেয় অভিযুক্ত।

পরিবারের পক্ষ থেকে বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরেই বরানগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে আটক করে। ওই পুলিশ আবাসনে বেশ কিছুদিন ধরে আইপিএস’র দের জন্য আবাসন তৈরির কাজ চলছিল। সেই কাজ করতেই ওই রাজমিস্ত্রি এসেছিল বলে জানা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply