চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ

|

মাদারীপুরেও চলছে শেষ মুহূর্তের গণসংযোগ।

চতুর্থ ধাপে ৮ শতাধিক ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার (২৪ ডিসেম্বর)। শেষ মুহূর্তের গণসংযোগে এখন ব্যস্ত প্রার্থীরা। ভোটাররাও কষছেন নানা হিসেব-নিকেষ। তবে শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে আচরণবিধির তোয়াক্কা করছেন না অনেক প্রার্থী।

চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। এর আওতায় মাদারীপুরের রাজৈর ও শিবচরের ৯ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। তবে ৯টির কোনোটিতেই দলীয় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। সবকয়টি ইউনিয়নেই রয়েছে দলটির একাধিক প্রার্থী। চলছে জমজমাট প্রচার-প্রচারণা।

রাজবাড়ীর ১৪টি ইউনিয়নেও শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। তবে, কোথাও কোথাও সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় অনেক প্রার্থী।

মাগুরার শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নেও চলছে জমজমাট প্রচার-প্রচারণা। তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচনে নানা হিসেব কষছেন ভোটাররা।

এদিকে, সিরাজগঞ্জে নদী ভাঙন কবলিত চৌহালীর ৬ ইউনিয়নের অনেক ভোটার ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে রয়েছেন সংশয়ে। বিভিন্ন এলাকা নদীগর্ভে বিলীন হওয়ায় বাসিন্দারা সরে গেছেন অন্যত্র। তাই কোন কেন্দ্র তাদের ভোট তা জানেন না অনেকেই। ভোটার খুঁজতে বিড়ম্বনায় প্রার্থীরাও। তবে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটগ্রহণে সব ধরণের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply