মাঠ নিয়ে ক্লাবগুলোর অভিযোগ আমলে নেয়নি লিগ কমিটি

|

ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে।

ফেডারেশন কাপের মাঠ নিয়ে ক্লাবগুলোর অভিযোগ আমলে নেয়নি লিগ কমিটি। উল্টো আপত্তি জানানো খেলোয়াড়দের ফিটনেস নিয়েই তারা তুলেছে প্রশ্ন। আসরের ভেন্যু নিয়ে তাই পাল্টাপাল্টি অবস্থানে দাঁড়িয়ে বসুন্ধরা কিংস, বারিধারা, মুক্তিযোদ্ধার মতো ক্লাব ও লিগ কমিটি।

কমলাপুর স্টেডিয়ামের টার্ফে খেলা নিয়ে বেশ কয়েকটি দলের অভিযোগের পরও সেখানেই ফেডারেশন কাপ আয়োজনের সিদ্ধান্তে অটল থাকলেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। এই মাঠে যারা খেলতে পারে না তাদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন বাফুফের এই সিনিয়র সহ-সভাপতি।

আরও পড়ুন: বোর্ডের সাথে দ্বন্দ্বে কোহলিকে দুষলেন পাকিস্তানের সাবেক খেলোয়াড়

২৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ১২ দলের অংশগ্রহণে ফেডারেশন কাপ। গ্রুপ এ’তে বসুন্ধরা কিংসের সাথে আছে মোহামেডান ও স্বাধীনতা ক্রীড়া সংঘ। গ্রুপ বি’তে আবাহনী, শেখ রাসেল আর উত্তর বারিধারা। সি’তে আছে সাইফ, চট্টগ্রাম আবাহনী আর বাংলাদেশ পুলিশ এবং ডি গ্রুপে শেখ জামালের প্রতিপক্ষ রহমতগঞ্জ আর মুক্তিযোদ্ধা সংসদ।

আরও পড়ুন: আইপিএলে যুক্ত হয়েছেন ব্রায়েন লারা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply