Site icon Jamuna Television

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার প্রয়োজন হলে, প্রধানমন্ত্রী তা বিবেচনা করবেন: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

গাজীপুর প্রতিনিধি:

মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, চিকিৎসকদের অভিমতের ভিত্তিতে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়া প্রয়োজন হলে প্রধানমন্ত্রী অবশ্যই তা বিবেচনা করবেন শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ার তরগাও ইউনিয়নের লাহুরী এলাকায় ২দিন ব্যাপী পৌষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে, পৌষ মেলার আরও বক্তব্য রাখেন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পি অ্যান্ড ডি সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মো. আজহারুল ইসলাম। এছাড়া স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এসজেড/

Exit mobile version