ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে জালাল ইউনুস, নতুন দায়িত্বে আকরাম

|

কমিটি ঘোষণা করছেন নাজমুল হাসান পাপন।

আকরামের খানের ছেড়ে দেয়া বিসিবির ক্রিকেট অপারেশন্সের নতুন চেয়ারম্যান হয়েছেন জালাল ইউনুস। আর আকরাম খানকে দেয়া হয়েছে ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের দায়িত্ব।

এছাড়া মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্সের নতুন চেয়ারম্যান হয়েছেন তানভির আহমেদ টিটো। এই কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন জালাল ইউনুস।

গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আবারও থাকছেন খালেদ মাহমুদ সুজন। আর ভাইস চেয়ারম্যান হয়েছেন ফাহিম সিনহা।

হাই পারফরমেন্সের কমিটির চেয়ারম্যান হয়েছেন নাইমুর রহমান দুর্জয়। এই কমিটির ভাইস চেয়ারম্যান আকরাম খান।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন আহমেদ সাজ্জাদুল ববি, ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। সেই সাথে শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেটের কাঠামো তৈরির বাড়তি দায়িত্ব দেয়া হয়েছে আকরাম খানকে।

স্কুল ক্রিকেটের দায়িত্বে এসেছেন ওবায়েদ নিজাম। তার সাথে থাকবেন তানভির আহমেদ টিটো।

আম্পায়ার্স কমিটির দায়িত্বে এসেছেন ইফতেখার রহমান মিঠু।

সিসিডিএমের দায়িত্বে এসেছেন সালাউদ্দিন চৌধুরী।

মার্কেটিং অ্যান্ড কমার্শিয়ালের দায়িত্বে থাকছেন শেখ সোহেল। তিনি বিপিএলের গভর্নিং কাউন্সিলের দায়িত্বেও থাকছেন।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply