Site icon Jamuna Television

মাদারীপুরে আগুন, ৮ দোকান ছাই

মাদারীপুরে আগুনে পুড়ে গেছে ৮টি দোকান। গত মধ্যরাতে শহরের পুরানবাজারের করাচিবিড়ি রোডে একটি মার্কেটে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মার্কেটের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত নন কর্মকর্তারা। আগুনে লেপতোষক, স্যানিটারি, ওষুধের দোকানসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে ঝালকাঠিতে অগ্নিকাণ্ডের শিকার অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন ছিল ত্রুটিপূর্ণ। ইঞ্জিন রুমে সিগারেট কিংবা মশার কয়েল থেকেও আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। প্রতিবেদনটি পড়ুন এখানে

/এডব্লিউ

Exit mobile version