Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় মালিকবিহীন চার কেজি স্বর্ণের বার জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে আড়াই কোটি টাকা মূল্যের চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি-৬ ব্যাটালিয়ন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দর্শনার রামনগর ঈদগাহ মাঠ থেকে মালিকবিহীন এসব স্বর্ণের বার জব্দ করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি-৬ এর পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দর্শনা থানার ৭৮ নং মেইন পিলার থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামনগর ঈদগাহ মাঠ থেকে চার কেজি (৩৪২.৯৪ ভরি) ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা। এ সময় পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আটককৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়। এ ঘটনায় ৬-বিজিবির বাড়াদি বিওপির নায়েক জুলহাস উদ্দিন বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন।

Exit mobile version