রাজধানীর মিরপুরে পানির রিজার্ভার পরিস্কারের সময় বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জনে।
দগ্ধ আহসান রাতে, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৮৫ শতাংশই দগ্ধ হয়েছিল। একই ঘটনায় দগ্ধ শিশু রুহী বুধবার ও হাসিন আরা খানম বৃহস্পতিবার মারা যান।
মঙ্গলবার সকালে মিরপুর ১২ নম্বর সেক্টরে পানির রিজার্ভারের ভেতরের অবস্থা দেখতে বাড়ির তত্ত্বাবধায়ক আহসান আগুন জ্বালায়। এসময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এতে আহসানসহ দগ্ধ হয় বাড়ির মালিক ইয়াকুব আলী, তাঁর স্ত্রী হাসিন আরা খানম, ভাড়াটিয়া ইয়াসমিন ও তার সাড়ে তিন বছরের শিশু কন্যা রুহী। শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
যমুনা অনলাইন: আরএম
Leave a reply