Site icon Jamuna Television

টাইগারদের নতুন দায়িত্বে জেমি সিডন্স

টাইগারদের দায়িত্বে আবার জেমি সিডন্স। ছবি: সংগৃহীত

আবারও টাইগারদের দায়িত্বে আসছেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। ব্যাটিং পরামর্শক হিসেবে সিডন্সকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কতদিনের জন্য দায়িত্বটি দেয়া হয়েছে এবং কার দায়িত্বে থাকবেন সিডন্স, তা এখনও জানাননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিডন্স জাতীয় দলের দায়িত্বেও থাকতে পারেন আবার, বয়সভিত্তিক দলের সাথে কাজ করতে পারেন। সেটি নির্ধারিত হবে বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী।

জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। এই জেমি সিডন্সের হাত ধরেই বিশ্ব সেরা তারকা হয়েছে মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানরা। জাতীয় দলের ব্যাটিং দুর্বলতা কাটাতে এবার হেড কোচের বদলে সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

আরও পড়ুন: ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে জালাল ইউনুস, নতুন দায়িত্বে আকরাম

Exit mobile version