Site icon Jamuna Television

বড় ব্যবধানে জয়ে টাইগার যুবাদের শুভ সূচনা

ছবি: সংগৃহীত

নেপালকে ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

শারজায় টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রানের বিশাল সংগ্রহ পায় টাইগার যুবারা। সর্বোচ্চ ১২৭ রান করেন ওপেনার নওরোজ প্রান্তিক নাবিল। এছাড়া, ৫৪ বলে ৫৮ রান করে রিটায়ার্ড হার্ট হন ব্যাটার মোহাম্মদ ফাহিম।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় নেপালের যুবারা। দলীয় ২৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। দলীয় ৮১ রানের মাথায়ই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় নেপাল। নেপালের পক্ষে বিবেক কুমারের ২৬ এবং গুলশান কুমারের ৩৫ কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে। বাংলাদেশের পক্ষে সাকিব, রাকিবুল, নয়ন এবং মেহরাব পেয়েছেন ২টি করে উইকেট।

আরও পড়ুন: মুশফিককে সরাতে চান তামিম!

Exit mobile version