ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা ৪০০ টাকা নিয়ে বিরোধে তরুণ খুন

|

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রোমান (২০) নামে এক তরুণ খুন হয়েছেন। তিনি শহরের কাজীপাড়ার দরগা মহল্লার আব্দুর রহমানের ছেলে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা শহরের কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত হোসাইনকে (২০) আটক করেছে পুলিশ। তিনি দরগা মহল্লার শিশু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোমান ও হোসাইন দুইজনই পেশায় কসাই। তারা একসঙ্গে কসাইয়ের কাজ করতেন। রোমানের কাছে ৪০০ টাকা পেতেন হোসাইন। এই টাকা নিয়ে দুইজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এই নিয়ে বৃহস্পতিবার দুইজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর জেরে শুক্রবার সন্ধ্যায় কাজীপাড়া এলাকার কাজী মাহমুদ শাহ রোডের একটি চায়ের দোকানে রোমানের বুকে ছুরিকাঘাত করে হোসাইন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে হবে: গয়েশ্বর

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, অভিযুক্ত হোসাইনকে আটক করা হয়েছে। পাওনা টাকা নিয়েই এ হত্যকাণ্ড হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply