গুগলকে সরিয়ে এ বছর জনপ্রিয়তার শীর্ষে টিকটক

|

ছবি: সংগৃহীত।

গুগলকে সরিয়ে এ বছরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ টিকটক। ক্লাউডফ্লেয়ার নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এ তথ্য জানায়।

র‍্যাঙ্কিং বিশ্লেষণ করে দেখা যায়, এ বছরের আগস্ট মাস থেকেই সবচেয়ে জনপ্রিয় অ্যাপের তালিকায় টিকটকের অবস্থান শীর্ষে। এছাড়াও ফেব্রুয়ারি, মার্চ ও জুন মাসেরও সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ছিল টিকটক।

গত বছর এই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল গুগল। এছাড়া টিকটক, অ্যামাজন, অ্যাপল, ফেসবুক, মাইক্রেসফট ও নেটফ্লিক্স সেরা ১০টি অ্যাপের তালিকায় ছিল। এটা মনে করা হয় যে, করোনা ভাইরাস মহামারির সময়ে মানুষের ঘরে আটকে থাকার কারণেই টিকটকের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

এ বছরে জুলাই মাস পর্যন্ত ৩ বিলিয়নেরও বেশিবার টিকটক ডাউনলোড করা হয়েছে। চীনা কোম্পানি বাইটডান্সের অধীন টিকটক অ্যাপটির বর্তমানে এক বিলিয়নের বেশি সচল ব্যবহারকারী রয়েছে। যা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাচ্ছে।

চীনে অ্যাপটি ডাউইন নামে পরিচিত। দেশটিতে মূলত ২০১৬ সালে অ্যাপটির যাত্রা শুরু হয়। চীন আইন করে দিয়েছে, ১৪ বছরের কম বয়সী ব্যবহারকারীরা দিনে ৪০ মিনিটের বেশি অ্যাপটি ব্যবহার করতে পারবে না।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply