ওমিক্রন: যুক্তরাষ্ট্রে ক্রিসমাসের আগে বাতিল হলো ৩০০ অভ্যন্তরীণ ফ্লাইট

|

ছবি: সংগৃহীত

ওমিক্রন আতঙ্কে ক্রিসমাসের আগ মুহুর্তে যুক্তরাষ্ট্র জুড়ে অন্তত ৩০০ ফ্লাইট বাতিল দেশটির তিনটি প্রধান বিমান পরিবহন সংস্থা। খবর এবিসি নিউজের।

শুক্রবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রধান তিন বিমান পরিষেবা সংস্থা- ইউনাইটেড, ডেল্টা ও আলাস্কা এয়ারলাইন্স দেশজুড়ে ওমিক্রনের বিস্তার ঠেকাতে বড়দিনের ছুটির ৩০০ অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। এদের মধ্যে শুধু ইউনাইটেড এয়ারলাইন্স শুক্রবারের ১৬৯টি ফ্লাইট বাতিল করেছে।

এক বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ওমিক্রন সংক্রমণের মধ্যে ফ্লাইট অব্যাহত রেখে আমাদের ক্রু এবং যাত্রীদের কাউকেই আমরা ঝুঁকিতে ফেলতে চাই না। এ কারণে বাধ্য হয়ে কিছু ফ্লাইট স্থগিত করতে হচ্ছে। পরবর্তীতে ধীরে ধীরে ফ্লাইটগুলো আবারও চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য আমরা আমাদের সেবাগ্রহীতাদের কাছে দুঃখ প্রকাশ করছি।

অন্যতম শীর্ষ মার্কিন বিমান পরিষেবা সংস্থা ডেল্টা এয়ারলাইন্স বাতিল করেছে তাদের ১২৪ টি ফ্লাইট। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়া ও কিছু এলাকায় বৈরী আবহাওয়ার কারণে এসব ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। ডেল্টা এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন, ক্রিসমাসের ছুটি প্রতিবছরই বিপুল পরিমাণ যাত্রীর চাপ থাকে। আমরা এতদিন ভালোভাবেই সে চাপ সামলেছি। কিন্তু ওমিক্রন পরিস্থিতিতে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply