কুমিল্লায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা করে গাড়িবহরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলামের নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে।
নুরুল ইসলামের অভিযোগ, ঢেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে নির্বাচনী প্রচারণায় গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ প্রার্থীর লোকজন অতর্কিত হামলা চালায়। পুড়িয়ে দেয় ১৫টি মোটর সাইকেল, ভাংচুর করে ২০টি গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
পুলিশ জানায়, হামলায় কারা জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ২৮ নভেম্বর ঢেউয়াতলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে ছুরিকাঘাত করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার ঘটনায় ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। আসছে ৩০ ডিসেম্বর ওই কেন্দ্রে আবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a reply