বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি হলেন আবুল কালাম আজাদ, মহাসচিব হারুন-অর-রশিদ

|

ছবি: সংগৃহীত।

ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির নির্বাচনে তৃতীয়বারের মতো সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। এই নির্বাচনের মাধ্যমে সমিতির মহাসচিব নির্বাচিত হয়েছেন ডিএমপি ডিবি’ উত্তরের যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) মিরপুরে বৃহত্তর ময়মনসিংহ ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী সাবেক সচিব সাজ্জাদুল হাসান। সহ-সভাপতি হয়েছেন সাবেক সচিব আবদুল মান্নান, সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, মফিজুর রহমান বাবুল ও জাকির হোসেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১২

এছাড়াও পদাধিকারবলে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল সিনে জামালী, নজরুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, সালাউদ্দিন হুমায়ুন, সাবেক সচিব ইব্রাহিম খান ও মতিউর রহমান প্রমুখ। যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সচিবসহ অন্যান্য ১৪১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply