নাইন-ইলেভেন সন্ত্রাসী হামলার ১৬ বছর আজ। এই হামলার সাথে সৌদি আরবের জড়িত থাকার নতুন তথ্য পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
‘নিউইয়র্ক পোস্ট’ এক প্রতিবেদনে বলেছে, ভয়াবহ ঐ হামলা চালানোর জন্য ওয়াশিংটনের সৌদি দূতাবাস অর্থায়ন করেছিল। মার্কিন কৌসুলিদের দাবি, হামলার দু’বছর আগে মোটা অংকের অর্থের বিনিময়ে দুই সৌদি নাগরিককে ফিনিক্স থেকে ওয়াশিংটন নিয়ে আসে দূতাবাস কর্তৃপক্ষ। বিশ্ব বাণিজ্য সংস্থা, পেন্টাগন ও পেনসিলভানিয়ায় একযোগে বিমান হামলা আসলে ছিলো- বড় ধরনের আক্রমণের মহড়া।
নতুন উত্থাপিত তথ্য-প্রমাণে আরও বলা হয়, দূতাবাস কর্মকর্তারা বিমান ছিনতাইকারীদের নির্দেশনা দিচ্ছিলেন। অবশ্য, সৌদি পক্ষের আইনজীবী ওয়ালেদ নাসেরের অভিযোগ, তার মক্কেলদের হেনস্তা করাই নতুন তথ্য-প্রমাণের উদ্দেশ্য।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঐ হামলায় প্রাণ হারান অন্তত তিন হাজার মানুষ।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply