হরভজন সিংয়ের ক্রিকেট পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি।
গত শুক্রবার (২৪ ডিসেম্বর) সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন হরভজন। এক সময়ের মাঠের সতীর্থ হরভজনকে উষ্ণ ভালোবাসায় সিক্ত করেছেন সৌরভ। হরভজনের মানসিক শক্তি সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান বিসিসিআই সভাপতি।
আরও পড়ুন: ক্রিকেটকে বিদায় বললেন হরভজন সিং
ভারতের এই সাবেক অফস্পিনারের ক্যারিয়ারেও ছিল অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নিরন্তর সহযোগীতা। সৌরভের অধিনায়কত্বেই ভারতীয় দলে নিজের স্থান পাকাপোক্ত করেন ‘টারবনেটর’ সিং। মাঠে সবসময় জয়ের মানসিকতা ক্রিকেট পরবর্তী জীবনেও যেনো অটুট থাকে সেই কামনায় করেছেন সৌরভ। বলেছেন, দুর্দান্ত একটি ক্যারিয়ারের জন্য হরভজনকে অভিনন্দন জানাই। বেশ কিছু সময় প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। কিন্তু না লড়ে কোনোকিছুকে বাদ দেয়ার মানসিকতা ছিল না হরভজনের। নিজের সামর্থের প্রতি ছিল তার অগাধ আস্থা। সাহস এবং খেলার মাঠে তার নিবেদন অনুপ্রেরণা যোগাতো আমাদের। এছাড়া, ড্রেসিংরুম মাতিয়ে রাখার জন্যও সে ছিল দারুণ।
১০৩ টেস্টে ৪১৭ উইকেটের পাশাপাশি ২৩৬ ওয়ানডেতে ২৬৯ এবং ২৮ টি-টোয়েন্টিতে ২৫ উইকেট আছে হরভজনের নামের পাশে।
আরও পড়ুন: মুশফিককে সরাতে চান তামিম!
Leave a reply