টি-টোয়েন্টিতে ট্রফির রেকর্ডের পথে শোয়েব মালিক

|

ছবি: সংগৃহীত

লঙ্কান প্রিমিয়ার লীগের শিরোপা জিতে টি-টোয়েন্টিতে ১৪তম ট্রফি জয়ের স্বাদ পেলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। আর তাতেই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ট্রফি জয়ে রেকর্ডের আরও কাছে চলে গেলেন এই বর্ষীয়ান অলরাউন্ডার।

লঙ্কান প্রিমিয়ার লীগে গল গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামে শোয়েব মালিকের দল জাফনা কিংস। ম্যাচে ২৩ রানের জয়ে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হলো জাফনা কিংস। সেই সাথে অধিনায়ক শোয়েব মালিক চলে এসেছেন বিশ্বরেকর্ডের খুব কাছে।

আরও পড়ুন: ক্রিকেট পরবর্তী জীবনে হরভজনকে সৌরভের শুভেচ্ছা

১৬ বার শিরোপা জিতে টি-টোয়েন্টির সর্বোচ্চ শিরোপার রেকর্ডটা রয়েছে ডোয়াইন ব্রাভোর দখলে। ১৫টি শিরোপা জিতে কাইরন পোলার্ড রয়েছেন দ্বিতীয় স্থানে। তবে লড়াইটা এখন ব্রাভো আর পোলার্ডের মধ্যেই নেই। ১৪তম শিরোপা জিতে দুজনের খুব কাছে চলে এসেছেন শোয়েব মালিক।

আরও পড়ুন: লিজেন্ডস লিগের এশিয়া দলে আফগান ক্রিকেটার থাকলেও নেই কোনো বাংলাদেশি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply