রাষ্ট্রপতির সংলাপ কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দেয় না: রিজভী

|

ফাইল ছবি।

ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ কোনো অবস্থাতেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দেয় না। তেমনটি চাইলে রাষ্ট্রপতি প্রথমেই নির্দলীয় সরকার দিতেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার (২৫ ডিসেম্বর) দলটির রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে জাতীয় গনতান্ত্রিক পার্টির শতাধিক নেতাকর্মীর কৃষক দলে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সংলাপের নামে বিদেশের কাছে নিরপেক্ষতার ভান করছে সরকার। রিজভী নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন তুলে বলেন, যেখানে স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হয় না, সেখানে জাতীয় নির্বাচন কীভাবে সম্ভব?

আরও পড়ুন: সংলাপের নামে তামাশা করছে সরকার: চরমোনাই পীর

সরকার ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। আরও বলেন, খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই হবে গণতন্ত্রের মুক্তি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply