কোরীয় উপদ্বীপে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতির মধ্যেই উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলো জাতিসংঘ।
শুক্রবার দেশটির ২৭টি জাহাজ, ২১টি শিপিং প্রতিষ্ঠান এবং এক ব্যক্তিকে কালোতালিকাভুক্ত করে নিরাপত্তা পরিষদ। ফলে বিশ্বের কোনো বন্দরে ভিড়তে পারবে না তেলবাহী ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজগুলো; ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সাথে বন্ধ থাকবে ব্যবসায়িক লেনদেন। উত্তর কোরিয়ার ওপর আগে থেকে আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করায় নেয়া হয় এ পদক্ষেপ।
অবশ্য তেল-কয়লাসহ দেশটির বিভিন্ন পণ্য সমুদ্রপথে পাচার বন্ধে গেল মাসেই এ প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। সবচেয়ে বড় পরিসরে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের এ ঘটনায় এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি পিয়ংইয়ং।
Leave a reply