Site icon Jamuna Television

চিকিৎসা খাতে অনিয়ম ও নৈরাজ্য বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ফাইল ছবি।

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে চিকিৎসা খাতে নৈরাজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টায় সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানবন্ধনে অংশ নেন সংগঠনটির শতাধিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ওয়ার্কাস পার্টির নগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রমাণিক দেবুসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

বক্তারা নগরীর বেসরকারি ক্লিনিকে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করতে আসা মানুষের হয়রানি সম্যসার দ্রুত সমাধান চান। এছাড়াও রোগীদের নিকট থেকে চিকিৎসকদের অতিরিক্ত ফি আদায় বন্ধ, অবহেলা ও ভুল চিকিৎসায় রোগীদের ক্ষতি শুন্যের কোঠায় নামিয়ে আনার দাবি করেন তারা। সরকারি হাসপাতালে রোগী-স্বজনদের হয়রানি বন্ধ এবং খাবারের মান উন্নতিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।

এসজেড/

Exit mobile version