Site icon Jamuna Television

ভূমিহীন সেই মীমকে ডাকা হলো পুলিশ ট্রেনিংয়ে

খুলনা ব্যুরো:

অবশেষে পুলিশ কনস্টেবল পদে ট্রেনিংয়ের জন্য ডাকা হয়েছে খুলনার ভূমিহীন মীম আকতারকে। আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকালে খুলনা টেক্সটাইল মিল পুলিশ ফাঁড়ি থেকে উপপরিদর্শক মিকাইল হোসেন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মীমের হাতে নোটিশ পৌঁছে দেন।

নারী পুলিশ কনস্টেবল পদে মেধা তালিকায় প্রথম হয়েও স্থায়ী ঠিকানা না থাকায় খুলনা পুলিশ সুপার কার্যালয় থেকে মীমকে চাকরি না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ভূমিহীন মীমের চাকরি না পাওয়ার খবর যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে দেশব্যাপি আলোড়ন সৃষ্টি হয়।

আরও পড়ুন: প্রথম হয়েও পুলিশে চাকরি হয়নি মীমের, পুলিশ বলছে ভূমিহীন

খুলনা জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে মীমকে জমিসহ বাড়ি দেয়ার সিদ্ধান্তের কথা জানান। পরবর্তীতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে চাকরি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে পুলিশ ট্রেনিংয়ের আদেশ কপি তার হাতে পৌঁছে দেয়া হয়। ট্রেনিংয়ের আদেশ কপি হাতে পেয়ে দারুণ উচ্ছসিত মীম ও তার পরিবার।

Exit mobile version