Site icon Jamuna Television

বলিভিয়ায় বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১২

ছবি: সংগৃহীত।

বলিভিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জন। মাসব্যাপী প্রবল বৃষ্টিপাতে দুর্যোগ কবলিত লাতিন এ দেশটি।

চলতি মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে গোটা দেশে। ভূমিধসে ভেঙে পড়েছে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বহু স্থাপনা। কিছু এলাকায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের।

দেশটির ৯টি প্রদেশের মধ্যে ৭টিতেই অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এসজেড/

Exit mobile version