নতুন বাসিন্দা পেলো হোয়াইট হাউজ। প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারের সাথে থাকার সুযোগ পেলো একটি জার্মান শেফার্ড।
ক্রিসমাস উপলক্ষে শুক্রবার (২৫ ডিসেম্বর) হোয়াইট হাউজের বাসিন্দা হিসেবে প্রবেশ করে ৩ মাস বয়সী এই কুকুর। তবে এই কুকুরটি পালবেন বাইডেনের নাতনির বাগদত্তা। হোয়াইট হাউজে এদিন কুকুরের সাথে তাকে খেলতেও দেখা যায়।
যদিও মার্কিন প্রেসিডেন্টের আগে থেকেই মেজর আর চ্যাম্প নামের দুটি জার্মান শেফার্ড রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কুকুর বা পোষা কোনো প্রাণী পালার রীতি বহু পুরানো। গেলো দেড়শ বছরের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ছাড়া সব প্রেসিডেন্টই এই সাদা বাড়িটিতে ওঠার সময় সাথে নিয়ে এসেছেন পোষা কুকুর, বিড়াল, সাপ বা অন্য কোনো প্রাণী।
আরও পড়ুন: প্রথম বারের মতো চীনের সাথে মিলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে সৌদি আরব
জেডআই/
Leave a reply