এবার বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী আগের বেতনের চাইতে ৩৩ শতাংশ বেশি পারিশ্রমিক পাবেন নারী দলের ক্রিকেটাররা।
সবশেষ গত জুন মাসে বেতন বেড়েছিল বাংলাদেশ নারী জাতীয় দলের খেলোয়াড়দের। এবার শীর্ষ দুই গ্রেডের ক্রিকেটারদের বেতন বেড়েছে বেশি হারে। আর পরের ধাপে বেড়েছে একটু কম হারে। সব মিলিয়ে বেতন বেড়েছে ২০ থেকে ৩৩ শতাংশ হারে।
সম্প্রতি প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশের ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক ট্রফি এসেছিল তাদের হাত ধরেই। সবশেষ দক্ষিণ এশিয়ান গেমসেও স্বর্ণ জয় করেছে তারা।
আরও পড়ুন: কুয়েতকে ২২৭ রানে হারালো টাইগার যুবারা
জেডআই/
Leave a reply