কুকুর ফিরে পেলেও দেননি প্রতিশ্রুত পুরস্কার; স্টারিজকে ২৫ লক্ষ টাকা জরিমানা

|

ছবি: সংগৃহীত।

হারানো কুকুর ফিরে পাওয়ার পরও প্রতিশ্রুতির আর্থিক পুরস্কার না দেয়ায় ২৫ লাখ টাকা জরিমানা গুণতে হচ্ছে লিভারপুলের সাবেক স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজকে। এ নিয়ে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের আদালতে মামলা করেন ফস্টার ওয়াশিংটন নামের এক ব্যক্তি।

সেই মামলার বিচারক কার্টিস কিন জানান, প্রতিশ্রুতি ভঙ্গের কারণে ৩০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫ লাখ টাকা) জরিমানা গুণতে হবে ৩২ বছর বয়সী স্টারিজকে। পাশাপাশি মামলা পরিচালনায় যে ৮৫ ডলার খরচ হয়েছে সেটিও পরিশোধ করতে হবে তাকে।

আরও পড়ুন: আগামীকাল শুরু অ্যাশেজের তৃতীয় টেস্ট; সম্ভাব্য একাদশ

এর আগে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে নিজের পোষা কুকুর হারিয়েছিলেন স্টারিজ। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন প্রিয় কুকুরটিকে কেউ ফিরিয়ে দিলে তাকে ৩০ হাজার ডলার উপহার দেয়া হবে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply