Site icon Jamuna Television

হকিংয়ের শেষকৃত্য, জড়ো হতে পারে হাজার হাজার মানুষ

নোবেল পাননি, তবুও তাকে ধরা হয় আইনস্টানের পর অন্যতম মেধাবী বিজ্ঞানী হিসেবে। কালের সংক্ষিপ্ত ইতিহাস বইটি লিখে সাধারণ মানুষের কাছে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

আজ শনিবার যুক্তরাজ্যের ক্যমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট ম্যারি গির্জায় স্থানীয় সময় দুপুর ২টায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণ মাধ্যম জানিয়েছে।

বরেণ্য এই তাত্ত্বিক পদার্থবিদ ৭৬ বছর বয়সে গত ১৪ মার্চ মারা যান। তিনি ৫০ বছরেরও অধিক সময় ধরে দুরারোগ্য মটর নিউরন রোগে ভুগছিলেন।

শেষকৃত্যানুষ্ঠানে পরিবার, পরিজন ও সহকর্মীসহ ৫০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি একান্ত পরিজন বেষ্টিত হলেও আশা করা হচ্ছে হকিংয়ের শেষ যাত্রা দেখতে ভিড় জমাতে পারেন হাজার হাজার মানুষ।

যদিও এ জন্য রাস্তা বন্ধ করে দেওয়া কোনো পরিকল্পনা নেই, তবে যান চলাচল সীমিত করে দেওয়া হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনে করছে, অনুষ্ঠানের কারণে যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

লুকাসিয়ান এই অধ্যাপকের দেহাবশেষ আগামী জুনে ওয়স্টে মিনিস্টার অ্যাবে-তে অবস্থিত কবরস্থানে আইজাক নিউটনের পাশে সমাহিত করা হবে।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version