আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর আরও ৬টি চ্যানেল চালু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাষ্ট্রীয় মালকিানাধীন বিটিভির এখন চারটি চ্যানেল সম্প্রচারে আছে।
শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বিটিভির ৫৮ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। রাজধানীর রামপুরায় এই টিভি চ্যানেলের কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
তথ্যমন্ত্রী এতে বলেন, দেশ গঠন ও আবহমান বাংলার সংস্কৃতি লালনের জন্য বাংলাদেশ টেলিভিশনে নানা অনুষ্ঠান প্রচারিত হয়।
এ সময় বিটিভির ভবনে বঙ্গবন্ধু কর্ণার, রঙ তুলিতে বঙ্গবন্ধু চিত্রকর্ম এবং এইচডি সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এইচডি সম্প্রচার উদ্বোধন বিটিভিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তারা।
এমএন/
Leave a reply