মিয়ানমারের কায়াহ প্রদেশে গুলি করে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে সামরিক বাহিনী। পরে পুড়িয়ে দেয়া হয় তাদের মরদেহ। এমন দাবি, স্থানীয় একটি মানবাধিকার সংগঠনের।
মানবাধিকার সংগঠনটি জানায়, শনিবার (২৫ ডিসেম্বর) হিপ্রুসো শহরের কাছাকাছি একটি গ্রামে হয় এ ঘটনা। ৩০টির বেশি পুড়ে যাওয়া মরদেহ মিলেছে সেখানে। নিহতদের মধ্যে নারী, বৃদ্ধ ও শিশুও রয়েছে। পুড়িয়ে দেয়া হয় তাদের বহনকারী গাড়িগুলোও।
রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়, গুলি করে অনির্দিষ্ট সংখ্যক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তারা সবাই অস্ত্রধারী ছিল। নিহতরা বিদ্রোহী সশস্ত্র বাহিনীর সদস্য ছিল বলেও দাবি করা হয়। বলা হয়, সামরিক বাহিনীর নির্দেশের পরও থামেনি সাতটি গাড়িতে থাকা বিদ্রোহীরা।
অঞ্চলটিতে অন্যতম বিদ্রোহী গোষ্ঠী কারেনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স জানায়, নিহতরা তাদের দলের সদস্য নয়, বরং সাধারণ মানুষ। অস্থিতিশীলতার জেরে দেশ ছেড়ে পালাতে চাইছিলো তারা।
Leave a reply