Site icon Jamuna Television

ভারতেও শুরু হচ্ছে বুস্টার ডোজ, শুরুতেই পাবে ফ্রন্টলাইনাররা

ছবি: সংগৃহীত

আগামী বছরের ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মীদের ওপর করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু করবে ভারত। প্রথম দফায় দেয়া হবে স্বাস্থ্যকর্মীসহ ফ্রন্টলাইনাররা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ১৫ থেকে ১৮ বছর বয়সীরা টিকার আওতায় আসবে। সোমবার থেকে শুরু হবে কর্মসূচি। সতর্কতামূলক বুস্টার ডোজ পাবেন স্বাস্থ্যকর্মীসহ ফ্রন্টলাইনাররা। চিকিৎসকদের সুপারিশে বুস্টার পাবেন ষাটোর্ধরা।

দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তারের জেরে এমন সতর্কতামূলক পদক্ষেপ নিলো মোদি প্রশাসন। এ পর্যন্ত ১৭টি প্রদেশে ৪ শতাধিক ওমিক্রন সংক্রমিত শনাক্ত হয়েছে ভারতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকা কর্মসূচির গতি দ্বিগুণ করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশটিতে এ পর্যন্ত করোনা টিকার দুই ডোজ পূর্ণ করেছেন ৬১ শতাংশ মানুষ। এক ডোজ পেয়েছে ৮৮ শতাংশ। বর্তমান পরিস্থিতিতে মাস্কসহ কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Exit mobile version