Site icon Jamuna Television

আফগান অর্থনীতি যারা ধ্বংস করেছে সহায়তা তাদেরকেই করতে হবে: পুতিন

ছবি: সংগৃহীত।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যারা আফগানিস্তানের অর্থনীতি ধ্বংস করেছে দেশটিতে তাদের সহায়তা দেওয়া উচিত। পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, পুতিন বলেন, তার দেশ আফগানিস্তানের মাঠের বাস্তবতা পরখ করে দেখছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের উচিত দেশটিতে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা, নেতৃত্বে সকল নৃগোষ্ঠীর মানুষদের অন্তর্ভুক্ত করা। আফগানিস্তানে বর্তমান ব্যাপক অর্থনৈতিক দুরাবস্থা বিরাজ করছে। দেশটির কয়েক লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

কাবুলের অর্থনৈতিক দুরাবস্থা প্রসঙ্গে পুতিন বলেন, আফগানিস্তানের মানুষদের এখন সহায়তা প্রয়োজন। আর সর্বপ্রথম সহায়তা তাদের করা উচিত যারা আফগান অর্থনীতি ও সমাজের বিপুল ক্ষতিসাধন করেছে। যারা দেশটিতে বিগত ২০ বছর ধরে ছিল, তারাই দেশটির অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।

আরও পড়ুন: গুগলকে ৯৮ মিলিয়ন ডলার জরিমানা রাশিয়ার

তবে পুতিন আশা প্রকাশ করে বলেন, তালেবান সরকারের সাথে তার দেশের ভালো সম্পর্ক তৈরি হবে। তিনি বলেন, কাবুল ও মস্কোর মধ্যকার সম্পর্ক সম্ভাব্য সর্বোত্তম উপায়ে উন্নত হবে। পুতিন বলেন, আমাদের জন্য আফগানিস্তানা অগুরুত্বপূর্ণ বিষয় নয়। কারণ, আমাদের সাথে মধ্য এশিয়ার দেশসমূহের উন্মুক্ত সীমান্ত রয়েছে। এছাড়া আফগানিস্তানে উপস্থিত কিছু চরমপন্থি বিষয় রাশিয়ার জন্য সুনির্দিষ্ট সতর্ক ও উদ্বেগের কারণ হতে পারে।

/এনএএস

Exit mobile version