Site icon Jamuna Television

রানীর প্রাসাদ থেকে অস্ত্রধারী আটক

ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যে রানীর প্রাসাদ থেকে আটক হয়েছে অস্ত্রধারী এক ব্যক্তি। তবে আটককৃতের কাছ থেকে কি ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে সে বিয়য়ে কিছু জানায়নি পুলিশ। শনিবার (২৫ ডিসেম্বর) বড়দিনে রানী এলিজাবেথ তার স্যান্ড্রিংহাম এস্টেটে বড় দিনের উৎসব কাটানোর পরিবর্তে উইন্ডসর ক্যাসেলে অবস্থান করছিলেন। স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে, নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সেখানে ঢুকে পড়ে এক ব্যক্তি।

সিএনএন’র প্রতিবেদনে জানা যায়, পুলিশ জানিয়েছে আটককৃত ব্যাক্তির কাছে আক্রমনাত্মক অস্ত্র পাওয়া গেছে। অবৈধ অনুপ্রবেশ এবং বেআইনি অস্ত্র রাখার দায়ে আটক করা হয় তাকে। পুলিশ আরও জানায়, আটককৃত ব্যক্তি সাউদহ্যাম্পটন শহরের বাসিন্দা। তার সম্পর্কে রাজ প্রাসাদটিতে বসবাসকারী রাজ পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

আরও পড়ুন: ক্রিসমাসের রাতে একই পরিবারের ৭ জন খুন

/এনএএস

Exit mobile version