ক্রিসমাসে হাসপাতালে বাইডেন দম্পতি, শিশুদের সাথে কাটালেন সময়

|

ছবি: সংগৃহীত

ক্রিসমাস ডে’তে হাসপাতালে থাকা শিশুদের সাথে অনেকটা সময় কাটালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।

বড়দিনে মার্কিন ফার্স্ট লেডি’র চিলড্রেন’স ন্যাশনাল হসপিটালে যাওয়ার রীতি বহু পুরোনো। তবে জো বাইডেনের সফর ছিল একেবারেই অপ্রত্যাশিত। শিশুরাসহ চমকে যায় হাসপাতাল কর্মীরাও। শিশুদের জন্য বই উপহার নিয়ে যান বাইডেন দম্পতি। গল্প পড়ে শোনান জিল বাইডেন।

১৯৪৫ সালে প্রথমবারের মতো বড়দিনে শিশু হাসপাতালটিতে সময় কাটাতে যান তৎকালীন ফার্স্টলেডি বেস ট্রুম্যান। এরপর থেকে এই প্রথা অনুসরণ করছেন ফার্স্ট লেডিরা। এছাড়া মার্কিন প্রতিরক্ষা বিভাগের ছয় বাহিনীর সদস্যের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন জো আর জিল। কৃতজ্ঞতা জানান তাদের প্রতি।

এ সময় বাইডেন দম্পতির সাথে ছিল হোয়াইট হাউজের নতুন সদস্য জার্মান শেফার্ড কুকুর, কমান্ডার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply