সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগ চত্বরে সমাবেশ করেছে আন্দোলনকারীরা। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ এর ব্যানারে চাকরিপ্রার্থীরা এ সমাবেশের আয়োজন করেন। ব্যানার-ফেস্টুন হাতে সমাবেশে অংশ নেন কয়েকশ শিক্ষার্থী।
সাধারণ ছাত্রদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত বৃদ্ধি করতে সরকারের কাছে জোরালো দাবি জানান তারা। দাবি আদায় না হলে সারাদেশে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানিয়েছেন সংগঠনটির নেতারা। এই দাবিতে গত ২৪ মার্চ ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
আজকের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। নেতারা জানান, আগামী ১৬ এপ্রিল প্রতীকী রিক্সা চালানো কর্মসূচি পালন করবেন তারা। এছাড়া ২১ এপ্রিল মোমবাতি ও ২৮ এপ্রিল শাহবাগে মশাল মিছিল অনুষ্ঠিত হবে।
চাকরি প্রত্যাশীদের অভিযোগ, পড়াশোনার পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়-কলেজগুলোয় সেশনজটের কারণে ছাত্রজীবনের একটা বড় সময় নষ্ট হয়ে যায়। স্নাতক পাস করে বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার প্রস্তুতিতেই বয়স চলে যায় অনেকের। এ কারণে সরকারি চাকরিতে ঢোকার বয়স ৩৫ করার দাবি জানিয়ে আসছেন তারা।
Leave a reply