নামাজে বাধার পর ভারতে এবার গির্জায় ঢুকে প্রার্থনায় হস্তক্ষেপ

|

ছবি: সংগৃহীত।

ভারতের গুরুগ্রামে প্রকাশ্যে নামাজ আদায় নিয়ে বিতর্ক চলছে আগে থেকেই। দেশটির একাধিক রাজ্যে খোলা স্থানে মুসলিম সম্প্রদায়ের নামাজ আদায়ের অধিকার নিয়েও কাটা-ছেঁড়ার অভিযোগ আছে। এবারে একই ঘটনা ঘটলো খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথেও। খবর আনন্দবাজার পত্রিকার।

খ্রিষ্টান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আগের রাতে শুক্রবার (২৪ ডিসেম্বর) গুরুগ্রামের পটৌডির একটি গির্জায় ঢুকে পড়ে একদল হিন্দুত্ববাদী দলের সমর্থক। ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে দিতে তারা উপস্থিত ও প্রার্থনারত ব্যক্তিদের ধাক্কা দিতে দিতে এগিয়ে যায় মঞ্চের দিকে। এরপর মঞ্চে উঠেও একই শ্লোগান দেয় তারা। কেড়ে নেয় মাইকও। ওই সময় মঞ্চে উপস্থিতদেরও নামিয়ে দেয়ার চেষ্টা করে হিন্দুত্ববাদীরা।

আরও পড়ুন: মুসলিম প্রতিবেশীর আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন ফরাসি মা ও মেয়ে

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। ওই গির্জার একজন যাজক বলেন, ওই ঘটনায় আমরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের সাথে নারী ও শিশুরাও উপস্থিত ছিল।

এই ধরনের ঘটনা এটিই প্রথম নয় বলে জানান ওই যাজক। প্রতিদিনই হিন্দুত্ববাদীদের এমন উপদ্রব বেড়ে যাচ্ছে বলে দাবি তাদের।

তবে এ নিয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। বলা হচ্ছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply