টাঙ্গাইলে নৌকায় সিল মারতে বাধ্য করার অভিযোগ

|

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে চলমান চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল মতিন সরকারের পক্ষে প্রকাশ্যে সিল মারতে ভোটারদের বাধ্য করা হচ্ছে এমন অভিযোগ উঠেছে। আজ রোববার (২৬ ডিসেম্বর) সকালে ভূঞাপুর উপজেলার ১০৫ নং বঙ্গবন্ধু পূর্ব পুনবার্সন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

অভিযোগ রয়েছে, প্রিজাইডিং অফিসারকে বিষয়টি বারবার অবগত করেও কোন কাজ হয়নি। ভোটাররা জানান, প্রভাবশালী প্রার্থীদের এজেন্টদের ইশারায় প্রকাশ্যে সিল মারতে বাধ্য করা হচ্ছে। অন্যথায় তারা হুমকি ধামকি দিচ্ছে।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার খায়রুল ইসলাম জানান, এ কেন্দ্রে ৩১৮৫ জন ভোটার রয়েছে। প্রকাশ্যে সিল না মারার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান বলেন, সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের বের করে দেয়া হয়েছে।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে প্রার্থীর এজেন্টের কাছে টাকার খাম, সহকারী প্রিসাইডিং অফিসারকে কারাদণ্ড

তিনি আরও জানান, প্রতিটি উপজেলায় র‍্যাব এবং ডিবির টিমও কাজ করছেন। আশা করছি বিগত সময়ের মতো এবারও নির্বাচন সুষ্ঠ হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply