লঞ্চে আগুন: লঞ্চ মালিকসহ স্টাফদের বিরুদ্ধে মামলা

|

বরগুনা প্রতিনিধি:

লঞ্চে আগুনের ঘটনায় এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ সহ ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বাদি হয়ে রোববার (২৬ ডিসেম্বর) সকাল নয়টায় বরগুনা চীফ জুডিসিয়াল আদালতে আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন।

আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন গ্রহণ করে সকাল ১০.৩০ টায় সংশ্লিষ্ট থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। 

এর আগে, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঝালকাঠির গাবখানের কাছাকাছি পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে চলন্ত অবস্থায় লঞ্চটিতে আগুন ধরে। পরে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দিয়াকুল এলাকায় লঞ্চটি ভেড়ানো হয়। রাতের আঁধারে নিজেরাই ঝাঁপিয়ে পড়ে যারা প্রাণ বাঁচিয়েছেন তাদের বেশির ভাগই আহত ও দগ্ধ হয়েছেন। ভোররাতে স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে তাদের সাহায্যে এগিয়ে আসেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ জনের জানাজা সম্পন্ন হয়। এদিন বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস মাঠে এ জানাজা সম্পন্ন হয়। জানাজার পর ২৪ জনের লাশ গণকবরে দাফন করা হয়। বাকী ৬ জনের লাশ স্বজনরা শনাক্ত করায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply