চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে সাড়ে ৫৫ কোটি মার্কিন ডলারের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রফতানি হয়েছে।
রফতানি উন্নয়ন ব্যুরো- ইপিবির তথ্য বলছে, এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ২৪ শতাংশ। গেলো অর্থবছরে প্রথমবারের মতো ১০০ কোটি ডলারের কৃষিপণ্য রফতানির মাইলফলক অর্জন করে বাংলাদেশ। চলতি অর্থবছরে সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।
দেশের উল্লেখযোগ্য কৃষিজাত পণ্যের মধ্যে রয়েছে শাকসবজি, চা, ফুল, ফলমূল, মসলা, শুকনা খাবার ইত্যাদি। তবে এর মধ্যে শুকনা খাদ্য রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
আরও পড়ুন: পাঁচ মাসে সাড়ে ৫৫ কোটি ডলারের কৃষিপণ্য রফতানি
কৃষিপণ্য রফতানির প্রধান গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চল। এসব দেশে বসবাসকারী বাংলাদেশি ও দক্ষিণ এশীয় প্রবাসীরা হচ্ছেন মূল ভোক্তা। বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য রফতানি হচ্ছে।
ইউএইচ/
Leave a reply